আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩০৪
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০৪. হযরত সা'লাবা ইব্ন আব্বাদ তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (সা) হাদীসটি জোড়-বেজোড় কতবার বলেছেন, তা আমার মনে নেই। তিনি বলেছেনঃ যে ব্যক্তি উযূ করে এরপর উত্তমরূপে উযূ করে, এমনকি তার চেহারা ধৌত করে, ফলে তার গণ্ডদেশ বেয়ে পানি গড়িয়ে পড়ে, এরপর উভয় হাতের কনুই ধৌত করে, এমনকি কনুই বেয়ে পানি গড়িয়ে পড়ে, এরপর উভয় পা ধৌত করে, এমনকি টাখনু গড়িয়ে পানি পড়ে, পরে সে সালাতে দাঁড়ায়, তার পেছনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
সাধারণ সনদে হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত।
সাধারণ সনদে হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
304 - وَعَن ثَعْلَبَة بن عباد عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ مَا أَدْرِي كم حَدَّثَنِيهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَزْوَاجًا أَو أفرادا قَالَ مَا من عبد يتَوَضَّأ فَيحسن الْوضُوء فَيغسل وَجهه حَتَّى يسيل المَاء على ذقنه ثمَّ يغسل ذِرَاعَيْهِ حَتَّى يسيل المَاء على مرفقيه ثمَّ غسل رجلَيْهِ حَتَّى يسيل المَاء من كعبيه ثمَّ يقوم فَيصَلي إِلَّا غفر لَهُ مَا سلف من ذَنبه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد لين