আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩০২
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০২. হযরত আবূ উমামা (রা) সূত্রেই বর্ণিত আছে যে, কোন মুসলিম ব্যক্তি যখন উযূর নিমিত্তে উভয় হাত ধৌত করে, তার হাতদ্বারা কৃত পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। যখন সে তার চেহারা ধৌত করে, তার চোখের নযরদ্বারা কৃত পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। যখন সে তার মাথা মাসেহ করে, তার কানদ্বারা শ্রুত পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। যখন সে তার উভয় পা ধৌত করে, তখন তার পা দ্বারা চলাচলের পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়। এরপর যখন সে দাঁড়িয়ে সালাত আদায় করে, তখন তার জন্য রয়েছে অতিরিক্ত সওয়াব ও ফযীলত।
এ হাদীসটিও হাসান সনদে বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
302 - وَفِي أُخْرَى لَهُ أَيْضا إِذا تَوَضَّأ الْمُسلم فَغسل يَدَيْهِ كفر عَنهُ مَا عملت ليداه فَإِذا
غسل وَجهه كفر عَنهُ مَا نظرت إِلَيْهِ عَيناهُ وَإِذا مسح بِرَأْسِهِ كفر بِهِ مَا سَمِعت أذنَاهُ فَإِذا غسل رجلَيْهِ كفر عَنهُ مَا مشت إِلَيْهِ قدماه ثمَّ يقوم إِلَى الصَّلَاة فَهِيَ فَضِيلَة
وَإسْنَاد هَذِه حسن أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান