আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩০১
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০১. হযরত আবু উমামা (রা) সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ মুসলিম ব্যক্তি যখন উযূ করে তখন তার কান, চোখ, দুই হাত ও দুই পায়ের যাবতীয় গুনাহ অপসৃত হয়ে যায়। এরপর যদি সে বসে সালাত আদায় করে, তার জন্য রয়েছে মাগফিরাত।
হাসান সনদে হাদীসটি বর্ণিত।
হাসান সনদে হাদীসটি বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
301 - وَفِي أُخْرَى لَهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تَوَضَّأ الرجل الْمُسلم خرجت ذنُوبه من سَمعه وبصره وَيَديه وَرجلَيْهِ فَإِن قعد قعد مغفورا لَهُ
وَإسْنَاد هَذِه حسن
وَإسْنَاد هَذِه حسن