আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ৩০১
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০১. হযরত আবু উমামা (রা) সূত্রে আরো বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ মুসলিম ব্যক্তি যখন উযূ করে তখন তার কান, চোখ, দুই হাত ও দুই পায়ের যাবতীয় গুনাহ অপসৃত হয়ে যায়। এরপর যদি সে বসে সালাত আদায় করে, তার জন্য রয়েছে মাগফিরাত।
হাসান সনদে হাদীসটি বর্ণিত।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
301 - وَفِي أُخْرَى لَهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا تَوَضَّأ الرجل الْمُسلم خرجت ذنُوبه من سَمعه وبصره وَيَديه وَرجلَيْهِ فَإِن قعد قعد مغفورا لَهُ
وَإسْنَاد هَذِه حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান