আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ৩০০
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
৩০০. হযরত আবূ উমামা (রা) থেকে আরো বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: উযূ পূর্বে কৃত পাপরাশি মিটিয়ে দেয়। এরপর তার সালাত নফলে পরিণত হয়।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
300 - وَرَوَاهُ أَيْضا بِنَحْوِهِ من طَرِيق صَحِيح وَزَاد فِيهِ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْوضُوء يكفر مَا قبله ثمَّ تصير الصَّلَاة نَافِلَة
বর্ণনাকারী: