আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৯৯
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৯. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে, সে উভয় হাত ও চেহারা ধৌত করবে, মাথা ও কান মাসেহ করবে এবং উভয় পা ধৌত করবে। এরপর ফরয সালাত আদায়ের জন্য দাঁড়াবে, তাকে ঐদিন তার পায়ের চলার পথের গুনাহ, হাতদ্বারা কৃত গুনাহ, তার কানদ্বারা শোনার গুনাহ, তার চোখদ্বারা দৃষ্টি করার গুনাহ এবং মনের মণিকোঠায় উদ্ভাবিত খারাপ চিন্তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। তিনি বললেনঃ আল্লাহর শপথ! আমি অসংখ্যবার এ মর্মে রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি।
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
299 - وَفِي رِوَايَة لَهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من تَوَضَّأ فأسبغ الْوضُوء غسل يَدَيْهِ وَوَجهه وَمسح على رَأسه وَأُذُنَيْهِ وَغسل رجلَيْهِ ثمَّ قَامَ إِلَى صَلَاة مَفْرُوضَة غفر لَهُ فِي ذَلِك الْيَوْم مَا مشت إِلَيْهِ رجله وقبضت عَلَيْهِ يَدَاهُ وَسمعت إِلَيْهِ أذنَاهُ وَنظرت إِلَيْهِ عَيناهُ وَحدث بِهِ نَفسه من سوء
قَالَ وَالله لقد سمعته من نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم مَا لَا أحصيه
قَالَ وَالله لقد سمعته من نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم مَا لَا أحصيه
বর্ণনাকারী: