আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৯৮
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যখন কোন ব্যক্তি সালাতের উদ্দেশ্যে। উযু করার ইচ্ছা করবে, এরপর সে তার উভয় হাতের তালু ধৌত করবে, এর ফলে প্রথম বিন্দু পানির সাথে তার হাতের তালুর যাবতীয় পাপরাশি ঝরে যাবে। যখন সে কুল্লি করবে ও নাকে পানি দেবে এবং নাক ঝাড়বে, তখন তার যবান ও ঠোটের যাবতীয় পাপরাশি প্রথম পানি বিন্দুর সাথে দূর হয়ে যাবে। এরপর যখন সে চেহারা ধৌত করবে, তখন প্রথম পানি বিন্দুর সাথে তার কানের ও চোখের পাপরাশি ঝরে যাবে। এরপর যখন সে তার উভয় হাত কনুই পর্যন্ত এবং উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করবে, তখন সে গুনাহ থেকে এমনভাবে পবিত্র হবে, যেন অদ্য তার মাতা তাকে প্রসব করেছে। তিনি বলেনঃ এরপর বান্দা সালাতের জন্য দাঁড়ালে আল্লাহ্ তার মর্যাদা সমুন্নত করেন। আর যদি সে বসে সালাত আদায় করে, তাহলে তার নিরাপত্তা বিধান করেন।
(আহমদ ও অন্যান্যগণ আবদুল হামীদ ইব্‌ন বাহরাম হতে শাহর ইবন হাওশাব সূত্রে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) উপরোক্ত সনদ ব্যতীত অন্য সনদে হাদীসটি হাসান বলেছেন। মুতাবাআত হিসেবে হাদীসটি ত্রুটিমুক্ত ও উত্তম সনদে বর্ণিত।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
298 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا رجل قَامَ إِلَى وضوئِهِ يُرِيد الصَّلَاة ثمَّ غسل كفيه نزلت كل خَطِيئَة من كفيه مَعَ أول قَطْرَة فَإِذا مضمض واستنشق واستنثر نزلت خطيئته من لِسَانه وشفتيه مَعَ أول قَطْرَة فَإِذا غسل وَجهه نزلت كل خَطِيئَة من سَمعه وبصره مَعَ أول قَطْرَة فَإِذا غسل يَدَيْهِ إِلَى الْمرْفقين وَرجلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ سلم من كل ذَنْب كَهَيْئَته يَوْم وَلدته أمه
قَالَ فَإِذا قَامَ إِلَى الصَّلَاة رفع الله دَرَجَته وَإِن قعد قعد سالما
رَوَاهُ أَحْمد وَغَيره من طَرِيق عبد الحميد بن بهْرَام عَن شهر بن حَوْشَب وَقد حسنها التِّرْمِذِيّ لغير هَذَا الْمَتْن وَهُوَ إِسْنَاد حسن فِي المتابعات لَا بَأْس بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান