আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৯৭
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৭. হযরত আমর ইব্‌ন আনবাসা সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাহিলী যুগে মনে করতাম মানুষ গুমরাহীর মধ্যে রয়েছে। তারা কিছুর (ধর্মের) উপরে নেই এবং তারা মূর্তিপূজা করছে। এরপর আমি
শুনতে পেলাম, মক্কায় এক ব্যক্তি লোকদের (বিভিন্ন বিষয়ের) সংবাদ দিচ্ছেন। পরে আমি বাহনে চড়ে তাঁর কাছে গেলাম এবং (দেখলাম) তিনি রাসূলুল্লাহ্ (সা) তিনি হাদীস আলোচনা করলে আমি বললাম: ইয়া রাসূলুল্লাহ! আমাকে উযু সম্পর্কে বলুন। তিনি বললেনঃ তোমাদের কেউ উযু দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে সে যেন কুলি করে, নাকে পানি দেয় এবং নাক ঝাড়ে। এতে তার পাপরাশি চেহারা ও নাক থেকে বেরিয়ে যাবে। এরপর যখন সে তার চেহারা আল্লাহর নির্দেশনুসারে ধৌত করবে, তার চোয়াল (মুখ) দ্বারা কৃত যাবতীয় পাপরাশি পানির সাথে বেরিয়ে যাবে। এরপর সে তার উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করবে, ফলে তার হাতের আঙ্গুলের নখের পাপরাশি পানির সাথে বেরিয়ে যাবে। এরপর সে তার মাথা মাসেহ করবে, ফলে তার মাথার চুল ও চারপাশের চুলের পাপরাশি পানির সাথে বেরিয়ে যাবে। তারপর সে তার উভয় পা টাখনু পর্যন্ত ধৌত করবে, ফলে তার পায়ের আঙ্গুলের নখের পাপরাশিও পানির সাথে বেরিয়ে যাবে। এরপর যখন সে দাঁড়াবে ও সালাত আদায় করবে এবং আল্লাহর যথাযথ হাম্দ ও সানা আদায় করবে এবং তাঁর যথোপযুক্ত ইবাদত করবে এবং তার অন্তর আল্লাহর জন্য নিবেদিত করবে, তখন সে এমনভাবে পাপমুক্ত হবে, যেন তার মা অদ্য তাকে প্রসব করেছে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
297 - وَعَن عَمْرو بن عَنْبَسَة السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ كنت وَأَنا فِي الْجَاهِلِيَّة أَظن أَن النَّاس على ضَلَالَة وَأَنَّهُمْ لَيْسُوا على شَيْء وهم يعْبدُونَ الْأَوْثَان فَسمِعت بِرَجُل فِي مَكَّة يخبر أَخْبَارًا فَقَعَدت على رَاحِلَتي فَقدمت عَلَيْهِ فَإِذا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فَقلت يَا نَبِي الله فالوضوء حَدثنِي عَنهُ فَقَالَ مَا مِنْكُم رجل يقرب وضوءه فيمضمض ويستنشق فيستنثر إِلَّا خرت خَطَايَا وَجهه من فِيهِ وخياشيمه ثمَّ إِذا غسل وَجهه
كَمَا أمره الله إِلَّا خرت خَطَايَا وَجهه من أَطْرَاف لحيته مَعَ المَاء ثمَّ يغسل يَدَيْهِ إِلَى الْمرْفقين إِلَّا خرت خَطَايَا يَدَيْهِ من أنامله مَعَ المَاء ثمَّ يمسح رَأسه إِلَّا خرت خَطَايَا رَأسه من أَطْرَاف شعره مَعَ المَاء ثمَّ يغسل رجلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ إِلَّا خرت خَطَايَا رجلَيْهِ من أنامله مَعَ المَاء فَإِن هُوَ قَامَ وَصلى فَحَمدَ الله تَعَالَى وَأثْنى عَلَيْهِ ومجده بِالَّذِي هُوَ لَهُ أهل وَفرغ قلبه لله تَعَالَى إِلَّا انْصَرف من خطيئته كَيَوْم وَلدته أمه
رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান