আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৯৬
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৬. হযরত আবদুল্লাহ সানাবিহী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যখন কোন বান্দা উযূ করে এবং কুলি করে, তখন তার মুখ হতে যাবতীয় পাপরাশি বেরিয়ে যায়। যখন সে নাক ঝেড়ে ফেলে, তখন তার নাক হতে যাবতীয় পাপরাশি বেরিয়ে যায় এবং যখন সে তার চেহারা ধৌত করে, তখন তার চেহারা হতে গুনাহসমূহ বেরিয়ে যায়, এমনকি তার দুই চোখের পাতার নীচে হতেও। আর যখন সে হস্তদ্বয় ধৌত করে, তখনই হাত থেকে তার গুনাহসমূহ বেরিয়ে যায়। এমনকি আঙ্গুলের নখের নীচ থেকেও। এরপর যখন সে মাথা মাসেহ করে, তখন তার মাথা হতে গুনাহসমূহ বেরিয়ে যায়, এমন কি দুই কানের লতি থেকেও। এরপর যখন সে উভয় পা ধৌত করে, তখন তার দুই পা থেকে গুনাহসমূহ বেরিয়ে যায়, এমনকি তার দুই পায়ের নখের নীচ থেকেও। এরপর তার মসজিদের দিকে গমন এবং সালাত তার জন্য অতিরিক্ত সওয়াব।
(মালিক, নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: শায়খায়নের শর্তানুযায়ী হাদীসটি সহীহ এবং এতে দুর্বলতা নেই। সানাবিহী একজন প্রসিদ্ধ সাহাবী।)
(মালিক, নাসাঈ, ইবন মাজাহ ও হাকিম হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: শায়খায়নের শর্তানুযায়ী হাদীসটি সহীহ এবং এতে দুর্বলতা নেই। সানাবিহী একজন প্রসিদ্ধ সাহাবী।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
296 - وَعَن عبد الله الصنَابحِي رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا تَوَضَّأ العَبْد فَمَضْمض خرجت الْخَطَايَا من فِيهِ فَإِذا استنثر خرجت الْخَطَايَا من أَنفه فَإِذا غسل وَجهه خرجت الْخَطَايَا من وَجهه حَتَّى تخرج من تَحت أشفار عَيْنَيْهِ فَإِذا غسل يَدَيْهِ خرجت الْخَطَايَا من يَدَيْهِ حَتَّى تخرج من تَحت أظفار يَدَيْهِ فَإِذا مسح بِرَأْسِهِ خرجت الْخَطَايَا من رَأسه حَتَّى تخرج من أُذُنَيْهِ فَإِذا غسل رجلَيْهِ خرجت الْخَطَايَا من رجلَيْهِ حَتَّى تخرج من تَحت أظفار رجلَيْهِ ثمَّ كَانَ مَشْيه إِلَى الْمَسْجِد وَصلَاته نَافِلَة
رَوَاهُ مَالك وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ والصنابحي صَحَابِيّ مَشْهُور
رَوَاهُ مَالك وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا وَلَا عِلّة لَهُ والصنابحي صَحَابِيّ مَشْهُور
বর্ণনাকারী: