আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৯৫
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৫. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যার মধ্যে সগুণাবলী রয়েছে, আল্লাহ্ তার যাবতীয় কর্মকান্ড পরিশুদ্ধ করে দেবেন। আর যে ব্যক্তি সালাতের উদ্দেশ্যে পবিত্র হবে, আল্লাহ্ তাকে পাপরাশি থেকে পবিত্র করবেন। আর সালাত তার জন্য অতিরিক্ত সওয়াব।
(আবু ইয়ালা, বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে বাশার ইব্ন হাকাম হতে হাদীসটি বর্ণনা করেন।)
(আবু ইয়ালা, বাযযার ও তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে বাশার ইব্ন হাকাম হতে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
295 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الْخصْلَة الصَّالِحَة تكون فِي الرجل فيصلح الله بهَا عمله كُله وطهور الرجل لصلاته يكفر الله بطهوره ذنُوبه وَتبقى صلَاته لَهُ نَافِلَة
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة بشار بن الحكم
رَوَاهُ أَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة بشار بن الحكم