আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৯৪
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৪. হযরত হুমরান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রা) পানি চাইলেন। তিনি (কোন) শীতের রাতে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা করলেন। আমি তাঁর কাছে পানি নিয়ে গেলাম। তিনি তাঁর চেহারা ও উভয় হাত ধৌত করলেন। আমি বললামঃ প্রচণ্ড শীতের রাত, আল্লাহ্ আপনার জন্য যথেষ্ট হোন। তিনি (উসমান) (রা) বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি উত্তমরূপে পরিপূর্ণতার সাথে উযু করবে, আল্লাহ্ তা'আলা তার আগের ও পরের পাপরাশি ক্ষমা করে দিবেন।
(বাযযার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
294 - وَعَن حمْرَان رَضِي الله تَعَالَى عَنهُ قَالَ دَعَا عُثْمَان رَضِي الله عَنهُ بِوضُوء وَهُوَ يُرِيد الْخُرُوج إِلَى الصَّلَاة فِي لَيْلَة بَارِدَة فَجِئْته بِمَاء فَغسل وَجهه وَيَديه فَقلت حَسبك الله وَاللَّيْلَة شَدِيدَة الْبرد فَقَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يسبغ عبد الْوضُوء إِلَّا غفر الله لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: