আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৯৩
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯৩. হযরত উসমান (রা) থেকেই বর্ণিত। একদা তিনি পানি আনালেন। এরপর তিনি উযূ করলেন। তারপর তিনি হেসে উঠলেন। তিনি তাঁর সাথীদের বললেন: কিসে আমাকে হাসাল তা কি তোমরা জিজ্ঞেসা করবে না? তারা বললঃ হে আমীরুল মুমিনীন। আপনাকে কিসে হাসালো ? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে যেমন উযু করতে দেখেছি, আমিও তেমন উযূ করলাম এবং হাসলাম, যেমন তিনি হেসেছিলেন। তিনি (রাসূলুল্লাহ ) (সা) বলেছিলেন: আমার কিসে হাসি পেল তা কি তোমরা জিজ্ঞেস করবে না? তারা বলল: ইয়া রাসূলাল্লাহ্! আপনাকে কিসে হাসাল? তিনি বললেন: বান্দা যখন পানি এনে তার চেহারা ধুয়ে নেয়, তখন আল্লাহ্ তা'আলা তার মুখমণ্ডল দ্বারা কৃত যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন। যখন সে উভয় কনুই ধৌত করে, তখন তার অবস্থাও অনুরূপ হয় এবং যখন সে উভয় পা ধৌত করে, তখন তার অবস্থাও অনুরূপ হয়।
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। আবু ই'য়ালা ও বাযযার এটি সহীহ সনদে বর্ণনা করেন। তবে তিনি আরো বলেনঃ "যখন মাথা মাসেহ করে, তখনও তার অনুরূপ অবস্থা হয়।)
(আহমদ উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। আবু ই'য়ালা ও বাযযার এটি সহীহ সনদে বর্ণনা করেন। তবে তিনি আরো বলেনঃ "যখন মাথা মাসেহ করে, তখনও তার অনুরূপ অবস্থা হয়।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
293 - وَعنهُ رَضِي الله عَنهُ أَيْضا أَنه دَعَا بِمَاء فَتَوَضَّأ ثمَّ ضحك فَقَالَ لاصحابه أَلا تَسْأَلُونِي مَا أضحكني فَقَالُوا مَا أضْحكك يَا أَمِير الْمُؤمنِينَ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَوَضَّأ كَمَا تَوَضَّأت ثمَّ ضحك فَقَالَ أَلا تَسْأَلُونِي مَا أضْحكك فَقَالُوا مَا أضْحكك يَا رَسُول الله فَقَالَ إِن العَبْد إِذا دَعَا بِوضُوء فَغسل وَجهه حط الله عَنهُ كل خَطِيئَة أَصَابَهَا
بِوَجْهِهِ فَإِذا غسل ذِرَاعَيْهِ كَانَ كَذَلِك وَإِذا طهر قَدَمَيْهِ كَانَ كَذَلِك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَرَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح وَزَاد فِيهِ فَإِذا مسح رَأسه كَانَ كَذَلِك
بِوَجْهِهِ فَإِذا غسل ذِرَاعَيْهِ كَانَ كَذَلِك وَإِذا طهر قَدَمَيْهِ كَانَ كَذَلِك
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَرَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد صَحِيح وَزَاد فِيهِ فَإِذا مسح رَأسه كَانَ كَذَلِك
বর্ণনাকারী: