আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৪. অধ্যায়ঃ পবিত্রতা
হাদীস নং: ২৯২
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯২. হযরত উসমান ইব্ন আফফান (রা) থেকে বর্ণিত। একদা তিনি উত্তমরূপে উযূ করে বললেন: যে ব্যক্তি আমার ন্যায় এরূপ উযূ করবে, এরপর মসজিদ গিয়ে দু'রাকা'আত সালাত আদায়ের পর বসবে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে। তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: "তোমরা প্রতারিত হয়ো না।"
(বুখারী ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(বুখারী ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
292 - وَعنهُ رَضِي الله عَنهُ أَنه تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ قَالَ من تَوَضَّأ مثل وضوئي هَذَا ثمَّ أَتَى الْمَسْجِد فَرَكَعَ رَكْعَتَيْنِ ثمَّ جلس غفر لَهُ مَا تقدم من ذَنبه قَالَ وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تغتروا
رَوَاهُ البُخَارِيّ وَغَيره
رَوَاهُ البُخَارِيّ وَغَيره
বর্ণনাকারী: