আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৪. অধ্যায়ঃ পবিত্রতা

হাদীস নং: ২৯১
অধ্যায়ঃ পবিত্রতা
উযু করা ও উত্তমরূপে উযু করার প্রতি অনুপ্রেরণা
২৯১. হযরত উসমান ইব্‌ন আফফান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: যে ব্যক্তি উযূ করে এবং উত্তমরূপে উযু করে, তার পাপরাশি শরীর থেকে বেরিয়ে যায়। এমনকি তার নখের নীচ থেকেও।
অন্য বর্ণনায় আছে, হযরত উসমান (রা) উযূ করলেন। এরপর তিনি বললেনঃ আমি এভাবে রাসূলুল্লাহ (সা) কে উযূ করতে দেখেছি। তারপর তিনি বললেনঃ যে ব্যক্তি এভাবে উযু করে, তার পূর্ববর্তী পাপরাশি ক্ষমা করা হবে এবং তার সালাত ও মসজিদের প্রতি পা বাড়ানো হল অতিরিক্ত সওয়াবের কাজ।
(মুসলিম ও নাসাঈ সংক্ষেপে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন যে, "আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি যখন উযূ করবে এবং উত্তমরূপে উযূ করবে, তার এক সালাত থেকে অন্য সালাতের মধ্যকার সময়ের পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে।" হাদীসটি শায়খায়নের শর্ত মুতাবিক সনদে বর্ণিত। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে সংক্ষেপে নাসাঈর অনুরূপ বর্ণনা করেন। ইবন মাজাহও সংক্ষেপে বর্ণনা করেন। তবে তিনি হাদীসের শেষাংশে বলেনঃ وَلَا يغتر أحد নাসাঈ নিজ শব্দযোগে বলেন: "আল্লাহর নির্দেশানুযায়ী যে উযূ করবে, পাঁচ ওয়াক্ত সালাত ও তাঁর অন্তবর্তীকালীন সময়ের গুনাহের জন্য তা কাফ্ফারা স্বরূপ হবে।")
كتاب الطَّهَارَة
التَّرْغِيب فِي الْوضُوء وإسباغه
291 - وَعَن عُثْمَان بن عَفَّان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تَوَضَّأ فَأحْسن الْوضُوء خرجت خطاياه من جسده حَتَّى تخرج من تَحت أَظْفَاره
وَفِي رِوَايَة أَن عُثْمَان تَوَضَّأ ثمَّ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تَوَضَّأ مثل وضوئي هَذَا ثمَّ قَالَ من تَوَضَّأ هَكَذَا غفر لَهُ مَا تقدم من ذَنبه وَكَانَت صلَاته ومشيه إِلَى الْمَسْجِد نَافِلَة
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ مُخْتَصرا وَلَفظه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من امرىء يتَوَضَّأ فَيحسن وضوءه إِلَّا غفر لَهُ مَا بَينه وَبَين الصَّلَاة الْأُخْرَى حَتَّى يُصليهَا
وَإِسْنَاده على شَرط الشَّيْخَيْنِ وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه مُخْتَصرا بِنَحْوِ رِوَايَة النَّسَائِيّ وَرَوَاهُ ابْن مَاجَه أَيْضا بِاخْتِصَار وَزَاد فِي آخِره وَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَلَا يغتر أحد
وَفِي لفظ النَّسَائِيّ قَالَ من أتم الْوضُوء كَمَا أمره الله فالصلوات الْخمس كَفَّارَات لما بَينهُنَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান