আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৮০
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮০. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: তোমরা আলিমদের সাথে অহমিকা প্রদর্শনের উদ্দেশ্যে, মূর্খ লোকদের সাথে লড়াই করার উদ্দেশ্যে এবং মজলিসে নিজ প্রাধান্য বিস্তারের উদ্দেশ্যে ইলম শিক্ষা করো না। যে ব্যক্তি এমনটি করবে তার জন্য রয়েছে আগুন আর আগুন।
(ইব্ন মাজাহ, ইব্ন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকী তাঁরা সবাই ইয়াহইয়া ইব্‌ন আইয়ুব গাফিকী হতে ইব্‌ন জুরায়জ সূত্রে আবু যুবায়র হতে হাদীসটি বর্ণনা করেন। ইয়াহইয়া বিশ্বস্ত রাবী, শায়খায়ন (রা) এবং অন্যান্যরাও তাঁর রিওয়ায়াত দলীল হিসেবে গ্রহণ করেছেন। তাঁর ব্যাপারে দু'একজনের আপত্তি ধর্তব্য নয়। ইবন মাজাহ্ (র)-ও হাদীসটি হুযায়ফা (রা) সূত্রে অনুরূপ শব্দে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
180 - وَعَن جَابر قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تعلمُوا الْعلم لتباهوا بِهِ الْعلمَاء وَلَا تماروا بِهِ السُّفَهَاء وَلَا تخَيرُوا بِهِ الْمجَالِس فَمن فعل ذَلِك فَالنَّار النَّار
رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ كلهم من رِوَايَة يحيى بن أَيُّوب الغافقي عَن ابْن جريح عَن أبي الزبير عَنهُ وَيحيى هَذَا ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَلَا يلْتَفت إِلَى من شَذَّ فِيهِ وَرَوَاهُ ابْن مَاجَه أَيْضا بِنَحْوِهِ من حَدِيث حُذَيْفَة