আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৭৯
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৯. হযরত কা'ব ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন: যে ব্যক্তি আলিমদের উপর প্রাধান্য লাভের উদ্দেশ্যে অথবা নির্বোধ লোকদের সাথে বাদ-প্রতিবাদের উদ্দেশ্যে কিংবা লোক সমাজের মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে ইলম অর্জন করে, আল্লাহ্ তা'আলা তাকে জাহান্নামে দাখিল করবেন।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং হাদীসের শব্দমালা তাঁরই। ইব্‌ন আবিদ দুনিয়া 'আস্-সামত' অধ্যায় ও অপরাপর অধ্যায়ে, হাকিম শাহেদরূপে এবং বায়হাকী হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
179 - وَرُوِيَ عَن كَعْب بن مَالك قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من طلب الْعلم ليجاري بِهِ الْعلمَاء أَو ليماري بِهِ السُّفَهَاء وَيصرف بِهِ وُجُوه النَّاس إِلَيْهِ أدخلهُ الله النَّار
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن أبي الدُّنْيَا فِي كتاب الصمت وَغَيره وَالْحَاكِم شَاهدا وَالْبَيْهَقِيّ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান