আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৮১
অধ্যায়ঃ ইলেম
গায়রুল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জনের প্রতি ভীতি প্রদর্শন
১৮১. হযরত ইবন উমর (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত , যে ব্যক্তি আলিমদের উপর বড়াই করার বা নির্বোধদের সাথে লড়াই করার অথবা মজলিসে বড়ত্ব যাহির করার উদ্দেশ্যে ইলম অর্জন করবে, সে জাহান্নামী।
(ইমাম ইব্ন মাজাহ্ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
(ইমাম ইব্ন মাজাহ্ হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب الْعلم
التَّرْهِيب من تعلم الْعلم لغير وَجه الله تَعَالَى
181 - وَرُوِيَ عَن ابْن عمر عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من طلب الْعلم ليباهي بِهِ الْعلمَاء ويماري بِهِ السُّفَهَاء أَو ليصرف وُجُوه النَّاس إِلَيْهِ فَهُوَ فِي النَّار
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه