আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৭৬
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৬. হযরত আবদুল্লাহ ইব্‌ন বুসর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কিছুকাল পূর্বে একখানা হাদীস শুনেছি যে, যখন বিশজন অথবা তদপেক্ষা কম কিংবা বেশি লোক সমাজে থাকে এবং তাদের মধ্যে তুমি এমন এক ব্যক্তিকেও খুঁজে না পাও যাকে দেখলে মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রতি শ্রদ্ধায় ঝুঁকে পড়ে, তখন জানবে যে, দ্বীন দুর্বল হয়ে পড়েছে।
(ইমাম আহমদ ও তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন। এর সনদ হাসান পর্যায়ের।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
176 - وَعَن عبد الله بن بسر رَضِي الله عَنهُ قَالَ لقد سَمِعت حَدِيثا مُنْذُ زمَان إِذا كنت فِي قوم عشْرين رجلا أَو أقل أَو أَكثر فتصفحت وُجُوههم فَلم تَرَ فيهم رجلا يهاب فِي الله عز وَجل فَاعْلَم أَن الْأَمر قد رق
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإِسْنَاده حسن
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৬ | মুসলিম বাংলা