আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৭৭
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৭. হযরত আবু মালিক আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি নবী (সা) কে বলতে শুনেছেন যে, আমি আমার উম্মতের উপর তিনটি ব্যাপারেই ভয় করছিঃ (১) তাদেরকে দুনিয়ার প্রাচুর্য দান করা হবে এবং তারা পরস্পরে ঈর্ষা ও বিদ্বেষে লিপ্ত হবে; (২) তাদের সামনে কুরআন মজীদ খুলে ধরা হবে আর সাধারণ মুমিন তার ব্যাখ্যা অন্বেষণ করবে। আল্লাহ্ তা'আলা বলেছেন:
وَمَا يعلم تَأْوِيله إِلَّا الله والراسخون فِي الْعلم يَقُولُونَ آمنا بِهِ كل من عِنْد رَبنَا وَمَا يذكر إِلَّا أولو الْأَلْبَاب
"আল্লাহ্ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত এবং বোধশক্তিসম্পন্নগণ ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।" (সূরা আলে ইমরান, ৩৪৭) এবং (৩) তারা আলিমকে দেখতে পেয়েও তা থেকে উপকৃত হওয়ার সুযোগ বিনষ্ট করবে এবং তাঁর প্রতি ভ্রূক্ষেপমাত্র করবে না।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
وَمَا يعلم تَأْوِيله إِلَّا الله والراسخون فِي الْعلم يَقُولُونَ آمنا بِهِ كل من عِنْد رَبنَا وَمَا يذكر إِلَّا أولو الْأَلْبَاب
"আল্লাহ্ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এতে বিশ্বাস করি, সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত এবং বোধশক্তিসম্পন্নগণ ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।" (সূরা আলে ইমরান, ৩৪৭) এবং (৩) তারা আলিমকে দেখতে পেয়েও তা থেকে উপকৃত হওয়ার সুযোগ বিনষ্ট করবে এবং তাঁর প্রতি ভ্রূক্ষেপমাত্র করবে না।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
177 - وَرُوِيَ عَن أبي مَالك الْأَشْعَرِيّ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا أَخَاف على أمتِي إِلَّا ثَلَاث خلال أَن يكثر لَهُم من الدُّنْيَا فيتحاسدوا وَأَن يفتح لَهُم الْكتاب يَأْخُذهُ الْمُؤمن يَبْتَغِي تَأْوِيله وَمَا يعلم تَأْوِيله إِلَّا الله والراسخون فِي الْعلم يَقُولُونَ آمنا بِهِ كل من عِنْد رَبنَا وَمَا يذكر إِلَّا أولو الْأَلْبَاب آل عمرَان 7 وَأَن يرَوا ذَا علم فيضيعوه وَلَا يبالوا عَلَيْهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
বর্ণনাকারী: