আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৭৫
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৫. হযরত আবূ উমামা (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (সা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: তিন শ্রেণীর লোককে মুনাফিক ছাড়া আর কেউই উপহাস করতে পারে না। (১) ইসলামের মধ্যে বার্ধক্যে উপনীত ব্যক্তি, (২) জ্ঞানী ব্যক্তি ও (৩) ন্যায়পরায়ণ শাসক।
(ইমাম তাবারানী (র) তাঁর 'কবীর' গ্রন্থে উবায়দুল্লাহ ইব্ন যাহর সূত্রে আলী ইবনে ইয়াযীদ থেকে, তিনি কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন। তিরমিযী (র) ভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করে একে হাসান বলে অভিহিত করেছেন।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
175 - وَعَن أبي أُمَامَة عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاث لَا يستخف بهم إِلَّا مُنَافِق ذُو الشيبة فِي الْإِسْلَام وَذُو الْعلم وَإِمَام مقسط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من طَرِيق عبيد الله بن زحر عَن عَليّ بن يزِيد عَن الْقَاسِم وَقد حسنها التِّرْمِذِيّ لغير هَذَا الْمَتْن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৭৫ | মুসলিম বাংলা