আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৭৪
অধ্যায়ঃ ইলেম
আলিমদের সম্মান করা এবং তাঁদের প্রতি মর্যাদা প্রদর্শনের অনুপ্রেরণা এবং তাঁদের প্রতি অবহেলা ও অবজ্ঞা প্রদর্শনের প্রতি ভীতি প্রদর্শন
১৭৪. হযরত সাহল ইবন সা'দ সায়েদী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ(সা) বলেছেনঃ হে আল্লাহ্! আমাকে যেন এমন যামানা না পায় অথবা বলেছেন, তোমরা এমন যামানা পেয়ো না যে যামানায় আলিমদের অনুসরণ করা হবে না এবং ধীমানদেরকে সমীহ করা হবে না। তাদের অন্তর হবে (মুর্খ) অনারবদের ন্যায়, তবে তাদের যবান হবে আরবদের ন্যায়।
আহমদ হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে এর সনদে ইব্ন লাহীয়া রয়েছেন।
আহমদ হাদীসটি রিওয়ায়াত করেছেন, তবে এর সনদে ইব্ন লাহীয়া রয়েছেন।
كتاب الْعلم
التَّرْغِيب فِي إكرام الْعلمَاء وإجلالهم وتوقيرهم والترهيب من إضاعتهم وَعدم المبالاة بهم
174 - وَعَن سهل بن سعد السَّاعِدِيّ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ لَا يدركني زمَان أَو قَالَ لَا تدركوا زَمَانا لَا يتبع فِيهِ الْعَلِيم وَلَا يستحيى فِيهِ من الْحَلِيم قُلُوبهم قُلُوب الْأَعَاجِم وألسنتهم أَلْسِنَة الْعَرَب
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة