আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৩৮
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৮. হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে নবী (সা) থেকে বর্ণিত,তিনি বলেছেন: দীনের ব্যুৎপত্তি অপেক্ষা আল্লাহর ইবাদতের উত্তম কোন পন্থা নেই। শয়তানের কাছে এক হাজার আবিদ অপেক্ষাও একজন (ফকীহ) গুরুতর। প্রত্যেকটি জিনিসেরই স্তম্ভ আছে আর-এ দীনের স্তম্ভ হচ্ছে আল-ফিকহ বা ব্যুৎপত্তি। আবু হুরায়রা (রা) বলেন, কিছুক্ষণ দীনী ইলম চর্চা করে ব্যুৎপত্তি অর্জন আমার কাছে লায়লাতুল কদরে জেগে ইবাদত করা অপেক্ষাও প্রিয়তর।
(ইমাম দারা কুতনী ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে বায়হাকী বলেন, "লায়লাতুল কদরে ভোর পর্যন্ত জেগে ইবাদত করা অপেক্ষা তা (ইলম অর্জন করা) আমার কাছে প্রিয়তর।")
(ইমাম দারা কুতনী ও বায়হাকী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে বায়হাকী বলেন, "লায়লাতুল কদরে ভোর পর্যন্ত জেগে ইবাদত করা অপেক্ষা তা (ইলম অর্জন করা) আমার কাছে প্রিয়তর।")
كتاب الْعلم
فصل
138 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا عبد الله بِشَيْء أفضل من فقه فِي دين ولفقيه وَاحِد أَشد على الشَّيْطَان من ألف عَابِد وَلكُل شَيْء عماد وعماد هَذَا الدّين الْفِقْه
وَقَالَ أَبُو هُرَيْرَة لِأَن أَجْلِس سَاعَة فأفقه أحب إِلَيّ من أَن أحيي لَيْلَة الْقدر
رَوَاهُ الدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ أحب إِلَيّ من أَن أحيي لَيْلَة إِلَى الصَّباح وَقَالَ الْمَحْفُوظ هَذَا اللَّفْظ من قَول الزُّهْرِيّ
وَقَالَ أَبُو هُرَيْرَة لِأَن أَجْلِس سَاعَة فأفقه أحب إِلَيّ من أَن أحيي لَيْلَة الْقدر
رَوَاهُ الدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيّ إِلَّا أَنه قَالَ أحب إِلَيّ من أَن أحيي لَيْلَة إِلَى الصَّباح وَقَالَ الْمَحْفُوظ هَذَا اللَّفْظ من قَول الزُّهْرِيّ