আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৩৭
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৭. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: একজন ফকীহ (আলিম) শয়তানের জন্য হাজার আবিদ অপেক্ষাও অধিকতর শক্ত।
(ইমাম তিরমিযী, ইব্ন মাজাহ ও বায়হাকী রাওহ ইব্‌ন জানাহ সূত্রে হাদীসটি বর্ণনা করেন এবং তিনি মুজাহিদ (র) থেকে মুফরাদরূপে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
137 - وَعَن ابْن عَبَّاس قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقِيه وَاحِد أَشد على الشَّيْطَان من ألف عَابِد
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْبَيْهَقِيّ من رِوَايَة روح بن جنَاح تفرد بِهِ عَن مُجَاهِد عَنهُ