আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৩৯
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩৯. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা তিনি মদীনার এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন।
হঠাৎ তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে বাজারবাসীরা। ভালকাজে তোমাদের কিসে বারণ করছে? তারা বললেন, হে আবু হুরায়রা। তা আবার কি? তিনি বললেন, তা হল রাসূলুল্লাহ্ (সা) এর মীরাস। তা বণ্টন করা হচ্ছে অথচ তোমরা এখানে (বাজারে) তিনি বললেন, ওহে! তোমরা কি সেখানে যাবে না এবং তোমাদের হিস্সা গ্রহণ করবে না? তারা বলল, তা কোথায়? তিনি বললেন, মসজিদে। তারা দ্রুত বেরিয়ে এলো এবং ফিরে না আসা পর্যন্ত আবূ হুরায়রা (রা) দাঁড়িয়ে রইলেন। তিনি তাদের বললেন, তোমাদের কী হলো হে! তারা বলল, হে আবু হুরায়রা! আমরা মসজিদে গেলাম, তাতে প্রবেশ করলাম। কিন্তু কোথাও কিছু বন্টন করতে তো দেখতে পেলাম না। আবু হুরায়রা (রা) তাদের বললেন, তোমরা মসজিদে কি কাউকে দেখতে পাওনি? তারা বলল, জ্বী হাঁ; আমরা একদল লোককে সালাত আদায় করতে দেখেছি এবং একদলকে কুরআন তিলাওয়াতরত অবস্থায় এবং আর এক দলকে হালাল-হারাম সম্পর্কে আলোচনারত দেখতে পেয়েছি।
আবূ হুরায়রা (রা) তাদের বললেন, হায় অভাগারা! এইতো হচ্ছে মুহাম্মদ-এর মীরাস।
(ইমাম তাবারানী 'আওসাতে' হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
হঠাৎ তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে বাজারবাসীরা। ভালকাজে তোমাদের কিসে বারণ করছে? তারা বললেন, হে আবু হুরায়রা। তা আবার কি? তিনি বললেন, তা হল রাসূলুল্লাহ্ (সা) এর মীরাস। তা বণ্টন করা হচ্ছে অথচ তোমরা এখানে (বাজারে) তিনি বললেন, ওহে! তোমরা কি সেখানে যাবে না এবং তোমাদের হিস্সা গ্রহণ করবে না? তারা বলল, তা কোথায়? তিনি বললেন, মসজিদে। তারা দ্রুত বেরিয়ে এলো এবং ফিরে না আসা পর্যন্ত আবূ হুরায়রা (রা) দাঁড়িয়ে রইলেন। তিনি তাদের বললেন, তোমাদের কী হলো হে! তারা বলল, হে আবু হুরায়রা! আমরা মসজিদে গেলাম, তাতে প্রবেশ করলাম। কিন্তু কোথাও কিছু বন্টন করতে তো দেখতে পেলাম না। আবু হুরায়রা (রা) তাদের বললেন, তোমরা মসজিদে কি কাউকে দেখতে পাওনি? তারা বলল, জ্বী হাঁ; আমরা একদল লোককে সালাত আদায় করতে দেখেছি এবং একদলকে কুরআন তিলাওয়াতরত অবস্থায় এবং আর এক দলকে হালাল-হারাম সম্পর্কে আলোচনারত দেখতে পেয়েছি।
আবূ হুরায়রা (রা) তাদের বললেন, হায় অভাগারা! এইতো হচ্ছে মুহাম্মদ-এর মীরাস।
(ইমাম তাবারানী 'আওসাতে' হাদীসটি হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْعلم
فصل
139 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَنه مر بسوق الْمَدِينَة فَوقف عَلَيْهَا فَقَالَ يَا أهل السُّوق مَا أعجزكم قَالُوا وَمَا ذَاك يَا أَبَا هُرَيْرَة قَالَ ذَاك مِيرَاث رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يقسم وَأَنْتُم هَا هُنَا أَلا تذهبون فتأخذون نصيبكم مِنْهُ قَالُوا وَأَيْنَ هُوَ قَالَ فِي الْمَسْجِد فَخَرجُوا سرَاعًا ووقف أَبُو هُرَيْرَة لَهُم حَتَّى رجعُوا فَقَالَ لَهُم مَا لكم فَقَالُوا يَا أَبَا هُرَيْرَة قد أَتَيْنَا الْمَسْجِد فَدَخَلْنَا فِيهِ فَلم نر فِيهِ شَيْئا يقسم فَقَالَ لَهُم أَبُو هُرَيْرَة وَمَا رَأَيْتُمْ فِي الْمَسْجِد أحدا قَالُوا بلَى رَأينَا قوما يصلونَ وقوما يقرؤون الْقُرْآن وقوما يتذاكرون الْحَلَال وَالْحرَام فَقَالَ لَهُم أَبُو هُرَيْرَة وَيحكم فَذَاك مِيرَاث مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد حسن