আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৩১
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩১. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) এর নিকট দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হল। তাদের একজন আলিম এবং অপরজন আবিদ (সাধক)। অতঃপর রাসূলুল্লাহ্ (সা) বললেন, আবিদের উপর আলিমের মর্যাদা হল তোমাদের একজন সাধারণ লোকের উপর আমার মর্যাদার ন্যায়। তারপর রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ্ তা'আলা, ফিরিশতাকুল, আসমান ও যমীনবাসী, এমনকি গর্তের পিপীলিকা ও সমুদ্রের মৎস্যকুল, যে ব্যক্তি মানুষকে ভাল কথা (ইলম) শিক্ষা দেয়, তার জন্য দু'আ করে।
(ইমাম তিরমিযী হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান, সহীহ। বাযযার হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীস সংক্ষিপ্তাকারে এভাবে বর্ণনা করেন যে, "উত্তম বন্ধু শিক্ষাদানকারীর জন্যে প্রতিটি বস্তু মাগফিরাত কামনা করে, এমন কি সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত।")
كتاب الْعلم
فصل
131 - وَعَن أبي أُمَامَة قَالَ ذكر لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم رجلَانِ أَحدهمَا عَابِد وَالْآخر عَالم فَقَالَ عَلَيْهِ أفضل الصَّلَاة وَالسَّلَام فضل الْعَالم على العابد كفضلي على أدناكم ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله وَمَلَائِكَته وَأهل السَّمَوَات وَالْأَرْض حَتَّى النملة فِي جحرها وَحَتَّى الْحُوت ليصلون على معلم النَّاس الْخَيْر
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث عَائِشَة مُخْتَصرا قَالَ معلم الْخَيْر يسْتَغْفر لَهُ كل شَيْء حَتَّى الْحيتَان فِي الْبَحْر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩১ | মুসলিম বাংলা