আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৩. অধ্যায়ঃ ইলেম
হাদীস নং: ১৩২
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩২. হযরত সা'লাবা ইব্ন হাকাম আস্-সাহাবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ্ তা'আলা যখন তাঁর বান্দাদের ফয়সালা করতে কুরসীতে সমাসীন হবেন, তখন আলিমদের বলবেনঃ আমি তোমাদেরকে ইলম ও হিলম (প্রজ্ঞা) এজন্যই দান করেছিলাম যাতে তোমাদের যাবতীয় পাপরাশি আমি ক্ষমা করে দিই।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বিশুদ্ধ সনদে হাদীসটি বর্ণনা করেন)
[হাফিয মুনযিরী (র) বলেঃ] আল্লাহ্ তা'আলার বাণী علمي وحلمي এই শব্দ দুটোর প্রতি লক্ষ্য করুন। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, কতইনা চমৎকারভাবে শব্দ দুটো আল্লাহ্ তা'আলা নিজের দিকে সম্বোধন করেছেন। উল্লিখিত হাদীসটি কিন্তু বর্তমান যুগের আমল ও ইখলাসশূন্য আলিমদের উদ্দেশ্যে তিনি বলেন নি।
(ইমাম তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে বিশুদ্ধ সনদে হাদীসটি বর্ণনা করেন)
[হাফিয মুনযিরী (র) বলেঃ] আল্লাহ্ তা'আলার বাণী علمي وحلمي এই শব্দ দুটোর প্রতি লক্ষ্য করুন। গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, কতইনা চমৎকারভাবে শব্দ দুটো আল্লাহ্ তা'আলা নিজের দিকে সম্বোধন করেছেন। উল্লিখিত হাদীসটি কিন্তু বর্তমান যুগের আমল ও ইখলাসশূন্য আলিমদের উদ্দেশ্যে তিনি বলেন নি।
كتاب الْعلم
فصل
132 - وَعَن ثَعْلَبَة بن الحكم الصَّحَابِيّ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الله عز وَجل للْعُلَمَاء يَوْم الْقِيَامَة إِذا قعد على كرسيه لفصل عباده إِنِّي لم أجعَل علمي وحلمي فِيكُم إِلَّا وَأَنا أُرِيد أَن أَغفر لكم على مَا كَانَ فِيكُم وَلَا أُبَالِي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
قَالَ الْحَافِظ رَحمَه الله وَانْظُر إِلَى قَوْله سُبْحَانَهُ وَتَعَالَى علمي وحلمي وأمعن النّظر فِيهِ يَتَّضِح لَك بإضافته إِلَيْهِ عز وَجل أَنه لَيْسَ المُرَاد بِهِ علم أَكثر أهل الزَّمَان الْمُجَرّد عَن الْعَمَل بِهِ وَالْإِخْلَاص
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
قَالَ الْحَافِظ رَحمَه الله وَانْظُر إِلَى قَوْله سُبْحَانَهُ وَتَعَالَى علمي وحلمي وأمعن النّظر فِيهِ يَتَّضِح لَك بإضافته إِلَيْهِ عز وَجل أَنه لَيْسَ المُرَاد بِهِ علم أَكثر أهل الزَّمَان الْمُجَرّد عَن الْعَمَل بِهِ وَالْإِخْلَاص