আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১৩০
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১৩০. হযরত সাহল ইব্‌ন মুআয ইব্‌ন আনাস (রা) তাঁর পিতার বরাতে বর্ণনা করেন, যে নবী (সা) বলেছেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা দেয়, তাকে সেমতে আমলকারীর অনুরূপ সওয়াব দেওয়া হবে। এতে আমলকারীর সওয়াব থেকে একটুও হ্রাস করা হবে না।
(ইমাম ইব্ন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন)
كتاب الْعلم
فصل
130 - وَعَن سهل بن معَاذ بن أنس عَن أَبِيه رَضِي الله عَنْهُم أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من علم علما فَلهُ أجر من عمل بِهِ لَا ينقص من أجر الْعَامِل شَيْء
رَوَاهُ ابْن مَاجَه وَسَهل يَأْتِي الْكَلَام عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১৩০ | মুসলিম বাংলা