আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১২৯
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১২৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহর যমীনে
আলিমদের উপমা হচ্ছে আকাশে উদিত নক্ষত্ররাজিতুল্য, যা মানুষকে জল-স্থলে সর্বত্র, অন্ধকারে যদ্বারা পথনির্দেশ লাভ করা যায়। আর যখন তারকারাজি নিষ্প্রভ হয়ে যায়, তখনই পথিক পথের দিশা হারিয়ে ফেলার উপক্রম হয়।
(ইমাম আহমদ (র) হযরত আনাস (রা)-এর সাথী আবু হাফস থেকে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, আমি তাঁকে চিনি না এবং রিশদীন নামে একজন সন্দেহযুক্ত রাবী এ বর্ণনা সূত্রের মধ্যে রয়েছেন। )
كتاب الْعلم
فصل
129 - وَعَن أنس بن مَالك قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن مثل الْعلمَاء فِي الأَرْض كَمثل النُّجُوم يهتدى بهَا فِي ظلمات الْبر وَالْبَحْر فَإِذا انطمست النُّجُوم أوشك أَن تضل الهداة
رَوَاهُ أَحْمد عَن أبي حَفْص صَاحب أنس عَنهُ وَلم أعرفهُ وَفِيه رشدين أَيْضا
tahqiqতাহকীক:তাহকীক চলমান