আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৩. অধ্যায়ঃ ইলেম

হাদীস নং: ১২৮
অধ্যায়ঃ ইলেম
অনুচ্ছেদ
১২৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: আল্লাহ্ তা'আলা তোমাদের উপর কবয করে নেয়ার পূর্ব পর্যন্ত এই ইল্‌ম চর্চা অপরিহার্য করে দিয়েছেন। আর কবয করার অর্থ হচ্ছে তা উঠিয়ে নেয়া। এরপর তিনি তাঁর মধ্যমা এবং বৃদ্ধা অঙ্গুলির সাথে সংলগ্ন অঙ্গুলি অর্থাৎ তর্জনী অঙ্গুলিদ্বয়কে একত্রিত করলেন। তারপর তিনি বললেন, আলিম এবং তালিবুল ইলম কল্যাণের অংশীদার, (তাদের ব্যতীত) দুনিয়ার তাবৎ মানুষের মধ্যে কল্যাণ নেই।
(ইমাম ইব্ন মাজাহ আলী ইব্নে ইয়াযীদ সূত্রে কাসিম থেকে হাদীসটি বর্ণনা করেন।
[ وَلَا خير فِي سَائِر النَّاس] “অর্থ হল, আলিম এবং ইলম অন্বেষণকারী ছাড়া অন্যান্য লোকের মধ্যে "দুনিয়া এবং তন্মধ্যস্থ যাবতীয় কিছু অভিশপ্ত। কেবল আল্লাহর যিকর ও তদসংশ্লিষ্ট ব্যাপারসমূহ এবং আলিম ও তালিবুল ইলম ব্যতীত।" এ মর্মে পূর্বে বর্ণিত হাদীসের কাছাকাছি অর্থ এ হাদীসটি বহন করে।)
كتاب الْعلم
فصل
128 - وَعَن أبي أُمَامَة قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَلَيْكُم بِهَذَا الْعلم قبل أَن يقبض وَقَبضه أَن يرفع وَجمع بَين إصبعيه الْوُسْطَى وَالَّتِي تلِي الْإِبْهَام هَكَذَا ثمَّ قَالَ الْعَالم والمتعلم شريكان فِي الْخَيْر وَلَا خير فِي سَائِر النَّاس
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم عَنهُ
قَوْله وَلَا خير فِي سَائِر النَّاس أَي فِي بَقِيَّة النَّاس بعد الْعَالم والمتعلم وَهُوَ قريب الْمَعْنى من قَوْله الدُّنْيَا ملعونة مَلْعُون مَا فِيهَا إِلَّا ذكر الله وَمَا وَالَاهُ وعالما ومتعلما
وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান