আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২. কুরআন-সুন্নাহর অনুসরণ
হাদীস নং: ৬৮
 কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬৮. হযরত আবূ আইউব আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ভাবগম্ভীর অবস্থায় আমাদের মাঝে এলেন, তিনি বললেন, আমি তোমাদের সম্মুখে যা নিয়ে উপস্থিত আছি তাতে আমার আনুগত্য কর। কুরআন মান্য করা তোমাদের একান্ত কর্তব্য। তোমরা অবশ্যই হালালকে হালাল বলে মান্য করবে এবং হারামকে হারাম বলে মান্য করবে। 
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এ রিওয়ায়াতটি বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এ রিওয়ায়াতটি বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
68 - وَعَن أبي أَيُّوب الْأنْصَارِيّ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ مرعوب فَقَالَ
وأطيعوني مَا كنت بَين أظْهركُم وَعَلَيْكُم بِكِتَاب الله أحلُّوا حَلَاله وحرموا حرَامه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات
وأطيعوني مَا كنت بَين أظْهركُم وَعَلَيْكُم بِكِتَاب الله أحلُّوا حَلَاله وحرموا حرَامه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته ثِقَات