আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৭০
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৭০. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) ভাষণ দিলেন, তিনি বললেনঃ আল্লাহ্ তা'আলা সকলের উপর তাঁর হক নির্ধারণ করে দিয়েছেন। তবে তিনি ফরয সমূহকে নির্ধারণ করেছেন, নির্ধারণ করে দিয়েছেন আমাদের সুন্নাত। সীমারেখা টেনে দিয়েছেন। কিছু করেছেন হালাল এবং হারামকে নির্ধারণ করেছেন হারামরূপে। আর দ্বীনকে করেছেন সহজসাধ্য, ভারসাম্যপূর্ণ ও প্রশস্ততর, তাতে রাখেননি কোন সংকীর্ণতা। ওহে! সাবধান, যার আমানতদারী নেই, তার ঈমান নেই। যে অঙ্গীকার রক্ষা করে না, তার দ্বীন নেই। যে আল্লাহ্ প্রদত্ত সীমালংঘন করবে, তিনি তাকে তলব করবেন, আমার যিম্মা যে লংঘন করবে, আমি তার বিপক্ষে যাব। আমি যার বিপক্ষে যাব তার উপর আমি বিজয়ী হব। যে আমার যিম্মা লংঘন করবে, সে আমার শাফাআত পাবে না এবং হাওযে কাওসারে আমার কাছেও সে ঘেঁষতে পারবে না। হাদীসের শেষ পর্যন্ত।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি রিওয়ায়াত করেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
70 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس قَالَ خطب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِن الله قد أعْطى كل ذِي حق حَقه إِلَّا أَن الله قد فرض فَرَائض وَسن سننا وحد حدودا وَأحل حَلَالا وَحرم حَرَامًا وَشرع الدّين فَجعله سهلا سَمحا وَاسِعًا وَلم يَجعله ضيقا أَلا إِنَّه لَا إِيمَان لمن لَا أَمَانَة لَهُ وَلَا دين لمن لَا عهد لَهُ وَمن نكث ذمَّة الله طلبه وَمن نكث ذِمَّتِي خاصمته وَمن خاصمته فلجت عَلَيْهِ وَمن نكث ذِمَّتِي لم ينل شَفَاعَتِي وَلم يرد على الْحَوْض
الحَدِيث رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير