আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২. কুরআন-সুন্নাহর অনুসরণ

হাদীস নং: ৬৭
কুরআন-সুন্নাহর অনুসরণ
কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬৭. হযরত ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, বিদআত প্রতিষ্ঠার গবেষণায় লিপ্ত হওয়ার চেয়ে সুন্নতের ভারসাম্যপূর্ণ পথ অবলম্বন করা উত্তম।
(হাকিম (র) মওকুফ সনদে হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন, এ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
67 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ الاقتصاد فِي السّنة أحسن من الِاجْتِهَاد فِي الْبِدْعَة

رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ إِسْنَاده صَحِيح على شَرطهمَا
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৬৭ | মুসলিম বাংলা