আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৪৯
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪৯. হযরত যায়দ ইব্‌ন আসলাম তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) একদা মসজিদের দিকে বের হয়ে রাসুলুল্লাহ (সা) এর রওযার কাছে হযরত মু'আয (রা)-কে ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। তিনি জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে কাঁদাচ্ছে হে? তিনি বললেন, একটি হাদীস যা আমি রাসূলুল্লাহ্ (সা) থেকে শুনেছি। তিনি বলেছেনঃ সূক্ষ্ম প্রদর্শনেচ্ছাও শিরক স্বরূপ। যে ব্যক্তি আল্লাহর ওলীগণের সাথে শত্রুতা করে, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হল। আল্লাহ্ ভালবাসেন সৎকর্মপরায়ণদের, মুত্তাকীদের, গোপনে ইবাদতকারীদের, যারা অনুপস্থিত থাকলে কেউ তাদের খোঁজ করে না। উপস্থিত থাকলে তাদেরকে চেনা যায় না। তাদের অন্তরগুলো হিদায়াতের মশাল, তারা ধূলিধূসর অন্ধকারের মধ্য থেকে আত্মপ্রকাশ করে।
(এ হাদীসটি ইমাম ইব্ন মাজাহ, হাকিম এবং বায়হাকী (র) যুহদ অধ্যায়ে এবং অন্যান্য অধ্যায়ে বর্ণনা করেছেন। ইমাম হাকিম (র) বলেছেন, হাদীসটি ত্রুটিমুক্ত সনদে বর্ণিত।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
49 - وَعَن زيد بن أسلم عَن أَبِيه أَن عمر رَضِي الله عَنهُ خرج إِلَى الْمَسْجِد فَوجدَ معَاذًا عِنْد قبر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يبكي فَقَالَ مَا يبكيك قَالَ حَدِيث سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْيَسِير من الرِّيَاء شرك وَمن عادى أَوْلِيَاء الله فقد بارز الله بالمحاربة إِن الله يحب الْأَبْرَار الأتقياء الأخفياء الَّذين إِن غَابُوا لم يفتقدوا وَإِن حَضَرُوا لم يعرفوا قُلُوبهم مصابيح الْهدى يخرجُون من كل غبراء مظْلمَة
رَوَاهُ ابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ فِي كتاب الزّهْد لَهُ وَغَيره قَالَ الْحَاكِم صَحِيح وَلَا عِلّة لَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৯ | মুসলিম বাংলা