আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৪৮
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪৮. হযরত মাহমূদ ইব্‌ন লাবীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সা) ঘর থেকে বেরিয়ে এতে বললেন: মানব মণ্ডলী! তোমরা গোপনীয় শিরক থেকে বেঁচে থাক। তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, ইয়া রাসূলাল্লাহ্! গোপনীয় শিরক কি? তিনি বললেন: কোন ব্যক্তি সালাত আদায় করল এবং তার সালাতকে সুষমামণ্ডিত করল এবং চেষ্টা করল লোকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর এটাই হল গোপনীয় শিরক।
(ইমাম ইব্ন খুযায়মা তাঁর 'সহীহ্' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
48 - وَعَن مَحْمُود بن لبيد قَالَ خرج النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس إيَّاكُمْ وشرك السرائر قَالُوا يَا رَسُول الله وَمَا شرك السرائر قَالَ يقوم الرجل فَيصَلي فيزين صلَاته جاهدا لما يرى من نظر النَّاس إِلَيْهِ فَذَلِك شرك السرائر
رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৮ | মুসলিম বাংলা