আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৪৪
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত, তিনি বলেছেন: জাহান্নামের এমন একটি উপত্যকা রয়েছে যা থেকে জাহান্নাম প্রত্যহ চারশবার পানাহ চায়, তা প্রস্তুত রাখা হয়েছে উম্মতে মুহাম্মদীর রিয়াকার হাফিযে কুরআন, গায়রুল্লাহর নামে সদকাদাতা, হাজী এবং আল্লাহর পথের মুজাহিদের জন্য
([হাফিয মুনযিরী] (র) বলেনঃ ইবন আব্বাসের মারফু' হাদীস গরীব সনদে বর্ণিত হয়েছে। সম্ভবতঃ তা মাওকূফ । আল্লাহ সর্বজ্ঞ।)
([হাফিয মুনযিরী] (র) বলেনঃ ইবন আব্বাসের মারফু' হাদীস গরীব সনদে বর্ণিত হয়েছে। সম্ভবতঃ তা মাওকূফ । আল্লাহ সর্বজ্ঞ।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
44 - وَرَوَاهُ أَيْضا عَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن فِي جَهَنَّم لواديا تستعيذ جَهَنَّم من ذَلِك الْوَادي فِي كل يَوْم أَرْبَعمِائَة مرّة أعد ذَلِك الْوَادي للمرائين من أمة مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم لحامل كتاب الله والمتصدق فِي غير ذَات الله والحاج إِلَى بَيت الله وللخارج فِي سَبِيل الله
قَالَ الْحَافِظ رفع حَدِيث ابْن عَبَّاس غَرِيب وَلَعَلَّه مَوْقُوف وَالله أعلم
قَالَ الْحَافِظ رفع حَدِيث ابْن عَبَّاس غَرِيب وَلَعَلَّه مَوْقُوف وَالله أعلم
