আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৪৩
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪৩. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সা) বলেছেনঃ তোমরা দুঃখকূপ হতে আল্লাহর কাছে আশ্রয়প্রার্থী হও। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্! দুঃখকূপ কি? তিনি বললেন, জাহান্নামের এমন একটি উপত্যকা যার থেকে জাহান্নাম, প্রত্যহ একশবার পানাহ চায়। বলা হল, ইয়া রাসূলাল্লাহ্। কে তাতে প্রবেশ করবে? তিনি বললেন, ঐ সমস্ত কুরআনবিদ যারা নিজ আমলের প্রদর্শনী করে।
(তিরমিযী হাদীসটি বর্ণনা করেন। ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব সনদে বর্ণিত। ইব্ন মাজাহ নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, "তোমরা দুঃখকূপ থেকে আল্লাহর কাছে পানাহ চাও। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসুলাল্লাহ! দুঃখকূপ কি? তিনি বললেন, জাহান্নামের এমন একটি উপত্যকা যা থেকে জাহান্নাম প্রত্যহ চারশবার পানাহ চায়। বলা হল, ইয়া রাসূলাল্লাহ! তাতে কারা প্রবেশ করবে? তিনি বললেন, ঐ সকল কুরআনবিদ যারা লোক দেখানোর জন্য আমল করে। আল্লাহর কাছে সব চেয়ে নিকৃষ্ট 'আলিম' তারা, যারা রাজা-বাদশাহদের কাছে ধর্ণা দেয়।"
অন্য সূত্রে আছে, "যালিম রাজা-বাদশাহদের কাছে ধর্ণা দেয়।" তাবরানীর আওসাত গ্রন্থে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি বলেছেন, "প্রতারকদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, বলা হল, ইয়া রাসূলাল্লাহ্! প্রতারক কারা? তিনি বললেন, যারা দুনিয়াতে প্রদর্শনীমূলক কাজ করে, তারাই প্রতারক।")
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
43 - وَرُوِيَ عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تعوذوا بِاللَّه من جب الْحزن
قَالُوا يَا
رَسُول الله وَمَا جب الْحزن قَالَ وَاد فِي جَهَنَّم تتعوذ مِنْهُ جَهَنَّم كل يَوْم مائَة مرّة وَمِائَة قيل يَا رَسُول الله وَمن يدْخلهُ قَالَ الْقُرَّاء المراؤون بأعمالهم
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب وَابْن مَاجَه وَلَفظه تعوذوا بِاللَّه من جب الْحزن
قَالُوا يَا رَسُول الله وَمَا جب الْحزن قَالَ وَاد فِي جَهَنَّم تتعوذ مِنْهُ جَهَنَّم كل يَوْم أَرْبَعمِائَة مرّة قيل يَا رَسُول الله وَمن يدْخلهُ قَالَ أعد للقراء المرائين بأعمالهم وَإِن من أبْغض الْقُرَّاء إِلَى الله عز وَجل الَّذين يزورون الْأُمَرَاء
وَفِي بعض النّسخ الْأُمَرَاء الجورة
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِنَحْوِهِ إِلَّا أَنه قَالَ يلقى فِيهِ الغرارون
قيل يَا رَسُول الله وَمَا الغرارون قَالَ المراؤون بأعمالهم فِي الدُّنْيَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান