আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৪৫
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪৫. হযরত ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি লোক দেখানোর জন্য উত্তমরূপে সালাত আদায় করল, তারপর আবার একান্তে সালাতের প্রতি অমনোযোগী হল, এটা হল এমনি অবমাননা যদ্বারা সে তার প্রতিপালককেই অবমাননা করে।
(ইমাম আবদুর রাযযাক তাঁর কিতাবে এবং আবু ইয়া'লা হাদীসটি বর্ণনা করেছেন। তাঁরা উভয়ে ইবরাহীম ইব্ন মুসলিম হাজারী থেকে আবুল আহওয়াস সূত্রে বর্ণনা করেন। তিনি (আবুল আহওয়াস) ইব্ন জারীর তাবারী সূত্রে মারফু ও মাওকূফ সনদে হযরত ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন, এটাই সামঞ্জস্যপূর্ণ অভিমত।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
45 - وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أحسن الصَّلَاة حَيْثُ يرَاهُ النَّاس وأساءها حَيْثُ يَخْلُو فَتلك استهانة استهان بهَا ربه تبَارك وَتَعَالَى
رَوَاهُ عبد الرَّزَّاق فِي كِتَابه وَأَبُو يعلى كِلَاهُمَا من رِوَايَة إِبْرَاهِيم بن مُسلم الهجري عَن أبي الْأَحْوَص عَنهُ
وَرَوَاهُ من هَذِه الطّرق ابْن جرير الطَّبَرِيّ مَرْفُوعا أَيْضا وموقوفا على ابْن مَسْعُود وَهُوَ أشبه
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা