আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৩৭
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৭.হযরত মুআ'য ইব্ন জাবাল (রা) থেকে রাসূলুল্লাহ (সা) এর বরাতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে সুমআ ও রিয়া তথা লোককে শুনানো ও দেখানোর পর্যায়ে অবস্থান করবে, কিয়ামতের দিন আল্লাহ তা'আলা সমগ্র সৃষ্টিলোকের সম্মুখে তার আমলের স্বরূপ প্রকাশ করে দেবেন।
(ইমাম তাবরানী হাদীসখানি হাসান সনদে বর্ণনা করেন।)
(ইমাম তাবরানী হাদীসখানি হাসান সনদে বর্ণনা করেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
37 - وَعَن معَاذ بن جبل عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من عبد يقوم فِي الدُّنْيَا مقَام سمعة ورياء إِلَّا سمع الله بِهِ على رُؤُوس الْخَلَائق يَوْم الْقِيَامَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
