আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৩৬
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৬. হযরত আউফ ইবন মালিক আশজাঈ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি রিয়ার মাকামে অবস্থান করবে, আল্লাহ তাকে রিয়ার মাকামেই রাখবেন। আর যে ব্যক্তি 'সুম'আর' মাকামে অবস্থান করবে, তাকে সুম'আর (১) মাকামেই রাখবেন।
(ইমাম তাবারানী (র) হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)

(১) সুম'আ শব্দটি রিয়ার সাথে প্রতিশব্দরূপে ব্যবহৃত হয়, অর্থ লোককে শুনানো। - সম্পাদক
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
36 - وَعَن عَوْف بن مَالك الْأَشْجَعِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَامَ مقَام رِيَاء رايا الله بِهِ وَمن قَامَ مقَام سمعة سمع الله بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৬ | মুসলিম বাংলা