আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৩৫
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৫. হযরত জুন্দুব ইব্‌ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) বলেছেন: যে ব্যক্তি শোনানোর উদ্দেশ্যে কোন কাজ করে, আল্লাহ্ তা শুনিয়ে দিবেন এবং যে ব্যক্তি রিয়া নিয়ে আমল করে, তাও তিনি দেখিয়ে দিবেন।
(ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
[سمع মীম অক্ষরে তাশদীদসহ] এর অর্থ হলো, যে ব্যক্তি মানুষের মাঝে প্রচারের উদ্দেশ্যে আমলের রিয়া করে। কিয়ামত দিবসে আল্লাহ্ তা'আলা তার আমলের অসদুদ্দেশ্য প্রকাশ করে দিবেন। আর তিনি তা জনসমক্ষে প্রকাশ করে দিবেন।]
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
35 - وَعَن جُنْدُب بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من سمع سمع الله بِهِ وَمن يراء يراء الله بِهِ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
سمع بتَشْديد الْمِيم وَمَعْنَاهُ من أظهر عمله للنَّاس رِيَاء أظهر الله نِيَّته الْفَاسِدَة فِي عمله يَوْم الْقِيَامَة وفضحه على رُؤُوس الأشهاد