আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৩৪
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৪. হযরত আবদুল্লাহ্ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি মানুষকে শোনানোর উদ্দেশ্যে আমল করে, আল্লাহ্ তা'আলা (কিয়ামত দিবসে) তা তাঁর সৃষ্টিকে শোনাবেন এবং তাকে হীন ও অপদস্থ করবেন।
(ইমাম তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বিভিন্ন সনদে অত্র হাদীসখানা বর্ণনা করেছেন। এর একটি সনদ সহীহ্ এবং ইমাম বায়হাকী (র)-ও এই হাদীসখানা বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
34 - وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سمع النَّاس بِعَمَلِهِ سمع الله بِهِ سامع خلقه وصغره وحقره
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بأسانيد أَحدهَا صَحِيح وَالْبَيْهَقِيّ
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪ | মুসলিম বাংলা