আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৩৩
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৩. হযরত আবু হিন্দ আদ্-দারী (রা) থেকে বর্ণিত। তিনি নবী করীম-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি লোককে দেখানো ও শুনানোর উদ্দেশ্যে পুণ্যকাজ করবে, আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন তাকে লোক দেখানো ও শুনানোকারীরূপেই উঠাবেন।
(ইমাম আহমদ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী ও তাবারানীও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাবারানীর বর্ণনায় আছে, তিনি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছেন: "যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে রিয়াকারী করে, আল্লাহ্ তা'আলা তার যিম্মামুক্ত।")
(ইমাম আহমদ (র) উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী ও তাবারানীও হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাবারানীর বর্ণনায় আছে, তিনি রাসূলুল্লাহ্ (সা) কে বলতে শুনেছেন: "যে ব্যক্তি গায়রুল্লাহর উদ্দেশ্যে রিয়াকারী করে, আল্লাহ্ তা'আলা তার যিম্মামুক্ত।")
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
33 - وَعَن أبي هِنْد الدَّارِيّ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَامَ مقَام رِيَاء وَسُمْعَة رايا الله بِهِ يَوْم الْقِيَامَة وَسمع
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ وَالطَّبَرَانِيّ وَلَفظه أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رايا بِاللَّه لغير الله فقد برىء من الله
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالْبَيْهَقِيّ وَالطَّبَرَانِيّ وَلَفظه أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من رايا بِاللَّه لغير الله فقد برىء من الله