আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৩২
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩২. হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি জিহাদের মাঠে আল্লাহর সন্তুষ্টির জন্য অবস্থান নিই এবং মনে মনে এই প্রত্যাশাও রাখি যে, মানুষ আমার বীরত্ব দেখে চমৎকৃত হোক। রাসূলুল্লাহ্ (সা) তার কথার জবাব দিলেন না, এমনকি নিম্নোক্ত আয়াত নাযিল হল:
فَمن كَانَ يَرْجُو لِقَاء ربه فليعمل عملا صَالحا وَلَا يُشْرك بِعبَادة ربه أحدا
"সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকাজ করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে।" (সূরা কাহফ, ১৮৪ ১১০)
(হাদীসটি হাকিম বর্ণনা করেন। তিনি বলেন, বুখারী-মুসলিমের শর্ত অনুযায়ী হাদীসটি সহীহ্ আর ইমাম বায়হাকী তাঁর নিজস্ব তরীকায় বর্ণনা করেন। তারপর তিনি বলেন, আবদান (র) ইব্‌ন মুবারক মুরসাল সনদে হাদীসটি বর্ণনা করেন এবং হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নাম তিনি উল্লেখ করেন নি।)
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
32 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رجل يَا رَسُول الله إِنِّي أَقف الْموقف أُرِيد وَجه الله وَأُرِيد أَن يرى موطني
فَلم يرد عَلَيْهِ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى نزلت {فَمن كَانَ يَرْجُو لِقَاء ربه فليعمل عملا صَالحا وَلَا يُشْرك بِعبَادة ربه أحدا} الْكَهْف 11
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح على شرطيهما وَالْبَيْهَقِيّ من طَرِيقه ثمَّ قَالَ رَوَاهُ عَبْدَانِ عَن ابْن الْمُبَارك فَأرْسلهُ لم يذكر فِيهِ ابْن عَبَّاس
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২ | মুসলিম বাংলা