আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৩১
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩১. হযরত উবাই ইব্ন কা'ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেনঃ এই উম্মতকে মর্যাদা, উচ্চ সম্মান, দীন ও যমীনে রাজত্বের সুসংবাদ দাও। তাদের যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে আখিরাতের কাজ করে, তার কোন হিস্সা নেই।
(আহমদ, ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম ও বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "এই উম্মত প্রাচুর্য ও বিপুল সম্মান, দ্বীনের দ্বারা উচ্চ মর্যাদা, ভূপৃষ্টে রাজত্ব এবং আল্লাহর সাহায্যের সুসংবাদ দাও। কাজেই যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে আখিরাতের কাজ করে, আখিরাতে তার কোন হিস্সা নেই।")
(আহমদ, ইব্ন হিববান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিম ও বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন। বায়হাকী শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "এই উম্মত প্রাচুর্য ও বিপুল সম্মান, দ্বীনের দ্বারা উচ্চ মর্যাদা, ভূপৃষ্টে রাজত্ব এবং আল্লাহর সাহায্যের সুসংবাদ দাও। কাজেই যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে আখিরাতের কাজ করে, আখিরাতে তার কোন হিস্সা নেই।")
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
31 - وَعَن أبي بن كَعْب قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشر هَذِه الْأمة بالسناء والرفعة وَالدّين والتمكين فِي الأَرْض فَمن عمل مِنْهُم عمل الْآخِرَة للدنيا لم يكن لَهُ فِي الْآخِرَة من نصيب
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح
الْإِسْنَاد وَفِي رِوَايَة للبيهقي قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشر هَذِه الْأمة بالتيسير والسناء والرفعة بِالدّينِ والتمكين فِي الْبِلَاد والنصر فَمن عمل مِنْهُم بِعَمَل الْآخِرَة للدنيا فَلَيْسَ لَهُ فِي الْآخِرَة من نصيب
رَوَاهُ أَحْمد وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح
الْإِسْنَاد وَفِي رِوَايَة للبيهقي قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بشر هَذِه الْأمة بالتيسير والسناء والرفعة بِالدّينِ والتمكين فِي الْبِلَاد والنصر فَمن عمل مِنْهُم بِعَمَل الْآخِرَة للدنيا فَلَيْسَ لَهُ فِي الْآخِرَة من نصيب


বর্ণনাকারী: