আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৩০
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩০. হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ (সা) আমাকে জিহাদ ও গাযওয়া সম্পর্কে একটু জ্ঞান দান করুন। তিনি বললেন, হে আবদুল্লাহ ইব্ন আমর। তুমি যদি ধৈর্য ধারণ করো এবং পূণ্যলাভের আশায় জিহাদ কর, তাহলে আল্লাহ্ তোমাকে ধৈর্যশীল এবং সৎকর্মশীল করে পরলোকে উঠাবেন। আর যদি তুমি লোক দেখানো ও বাহাদুরী প্রদর্শনের জন্য জিহাদ কর, তাহলে তিনি তোমাকে রিয়াকার এবং মানুষের প্রশংসা লাভের প্রত্যাশী করে উঠাবেন। হে আবদুল্লাহ ইব্ন আমর! তুমি যেরূপ জিহাদ করবে, অথবা যেরূপ শাহাদাত বরণ করবে, আল্লাহ্ তোমাকে সেরূপই উঠাবেন।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয আবদুল আযীম (র) বলেন], এই বিষয়ে বহু হাদীস পৃথক অনুচ্ছেদে জিহাদ অধ্যায়ে আসবে ইনশা আল্লাহ্।
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
30 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ قَالَ قلت يَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَخْبرنِي عَن الْجِهَاد والغزو فَقَالَ يَا عبد الله بن عَمْرو إِن قَاتَلت صَابِرًا محتسبا بَعثك الله صَابِرًا محتسبا وَإِن قَاتَلت مرائيا مكاثرا بَعثك الله مرائيا مكاثرا يَا عبد الله بن عَمْرو على أَي حَال قَاتَلت أَو قتلت بَعثك الله على تِلْكَ الْحَال
رَوَاهُ أَبُو دَاوُد
قَالَ الْحَافِظ وَسَتَأْتِي أَحَادِيث من هَذَا النَّوْع فِي بَاب مُفْرد فِي الْجِهَاد إِن شَاءَ الله تَعَالَى
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩০ | মুসলিম বাংলা