আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
হাদীস নং: ৩৮
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৩৮. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় তার আমলে রিয়া করে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তাকে তার হাতে ছেড়ে দেবেন (আমলের সওয়াব দেবেন না) এবং বলবেন, দেখ তোমার আমল তোমার কোন উপকারে এসেছি কি?
(ইমাম বায়হাকী হাদীসটি মাওকূফ সনদে বর্ণনা করেন।)
(ইমাম বায়হাকী হাদীসটি মাওকূফ সনদে বর্ণনা করেন।)
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
38 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ من رايا بِشَيْء فِي الدُّنْيَا من عمله وَكله الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة وَقَالَ انْظُر هَل يُغني عَنْك شَيْئا
رَوَاهُ الْبَيْهَقِيّ مَوْقُوفا
رَوَاهُ الْبَيْهَقِيّ مَوْقُوفا