আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৬২
১০৪৯. আরাফায় দু’নামায একসাথে আদায় করা।
ইবনে উমর (রাযিঃ) ইমামের সাথে নামায আদায় করতে না পারলে উভয় নামায একত্রে আদায় করতেন। লাঈস (রাহঃ) ... সালিম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, যে বছর হাজ্জাজ ইবনে ইউসুফ ইবনে যুবাইরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, সে বছর তিনি আব্দুল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেন, আরাফার দিনে উকুফের সময় আমরা কিরূপে কাজ করব? সালিম (রাহঃ) বললেন, আপনি যদি সুন্নতের অনুসরণ করতে চান তাহলে আরাফার দিনে দুপুরে নামায আদায় করবেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, সালিম ঠিক বলেছে। সুন্নত মুতাবিক সাহাবীগণ যোহর ও আসর এক সাথেই আদায় করতেন। (বর্ণনাকারী বলেন) আমি সালিমকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (স)-ও কি এরূপ করেছেন? তিনি বললেন, এ ব্যাপারে তোমরা কি রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নত ছাড়া অন্য কারো অনুসরণ করবে?
১০৫০. আরাফার খুতবা সংক্ষিপ্ত করা।
ইবনে উমর (রাযিঃ) ইমামের সাথে নামায আদায় করতে না পারলে উভয় নামায একত্রে আদায় করতেন। লাঈস (রাহঃ) ... সালিম (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, যে বছর হাজ্জাজ ইবনে ইউসুফ ইবনে যুবাইরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন, সে বছর তিনি আব্দুল্লাহ (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলেন, আরাফার দিনে উকুফের সময় আমরা কিরূপে কাজ করব? সালিম (রাহঃ) বললেন, আপনি যদি সুন্নতের অনুসরণ করতে চান তাহলে আরাফার দিনে দুপুরে নামায আদায় করবেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, সালিম ঠিক বলেছে। সুন্নত মুতাবিক সাহাবীগণ যোহর ও আসর এক সাথেই আদায় করতেন। (বর্ণনাকারী বলেন) আমি সালিমকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (স)-ও কি এরূপ করেছেন? তিনি বললেন, এ ব্যাপারে তোমরা কি রাসূলুল্লাহ (ﷺ) এর সুন্নত ছাড়া অন্য কারো অনুসরণ করবে?
১০৫০. আরাফার খুতবা সংক্ষিপ্ত করা।
১৫৫৯। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত যে, (খলীফা) আব্দুল মালিক ইবনে মারওয়ান (মক্কার গভর্নর) হাজ্জাজকে লিখে পাঠালেন, তিনি যেন হজ্জের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) কে অনুসরণ করেন। যখন আরাফার দিন হল, তখন সূর্য হেলে যাওয়ার পর ইবনে উমর (রাযিঃ) আসলেন এবং আমিও তাঁর সঙ্গে ছিলাম। তিনি তাঁর তাঁবুর কাছে এসে উচ্চস্বরে ডাকলেন, ও কোথায়? হাজ্জাজ বেরিয়ে আসলেন। ইবনে উমর (রাযিঃ) বললেন, চল! হাজ্জাজ বললেন, এখনই? তিনি বললেন, হ্যাঁ। হাজ্জাজ বললেন, আমাকে একটু অবকাশ দিন, আমি গায়ে একটু পানি ঢেলে নেই। তখন ইবনে উমর (রাযিঃ) তাঁর সওয়ারী থেকে নেমে পড়লেন। অবশেষে হাজ্জাজ বেরিয়ে এলেন। এরপর তিনি আমার ও আমার পিতার মাঝে থেকে চলতে লাগলেন। আমি বললাম, আজ আপনি যদি সঠিকভাবে সুন্নত মুতাবিক কাজ করতে চান তাহলে খুতবা সংক্ষিপ্ত করবেন এবং উকুফে জলদি করবেন। ইবনে উমর (রাযিঃ) বললেন, সে (সালিম) ঠিকই বলেছে।
