আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৬৪
১০৫১. উকুফের স্থানে জলদি যাওয়া।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, এ অনুচ্ছেদে মালিক (রাহঃ) কর্তৃক ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত হাদীসটিও বাড়ানো যায়। কিন্তু আমি চাই যে, কিতাবে কোন হাদীস পুনরাবৃত্তি না হোক।
পরিচ্ছেদঃ ১০৫২. আরাফায় উকুফ করা।
১৫৬০। আলী ইবনে আব্দুল্লাহ ও মুসাদ্দাদ (রাহঃ) ......... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার একটি উট হারিয়ে আরাফার দিনে তা তালাশ করতে লাগলাম। তখন আমি নবী (ﷺ) কে আরাফায় উকুফ করতে দেখলাম এবং বললাম, আল্লাহর কসম! তিনি তো কুরাইশ বংশীয়। এখানে তিনি কি করছেন?
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন