আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৬১
১০৪৮. আরাফায় সওয়ারীর উপর উকুফ করা
১৫৫৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... উম্মু ফযল বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত যে, লোকজন তাঁর সামনে আরাফার দিনে নবী (ﷺ) এর রোযা সম্পর্কে মতভেদ করছিলেন। কেউ বলছিলেন তিনি রোযাদার, আবার কেউ বলছিলেন তিনি রোযাদার নন। তারপর আমি তাঁর কাছে এক পেয়ালা দুধ পাঠিয়ে দিলাম, তিনি তখন উটের উপর উপবিষ্ট ছিলেন, তিনি তা পান করে নিলেন।


বর্ণনাকারী: