কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১২৪
আন্তর্জাতিক নং: ১১২৪
২৪৮. জুমআর নামাযের কিরা’আত সম্পর্কে।
১১২৪. আল-কানবী (রাহঃ) ...... ইবনে আবু রাফে (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আবু হুরায়রা (রাযিঃ) জুমআর নামাযের ইমামতি করার সময় প্রথম রাকআতে সূরা জুমআ এবং দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকুন তিলাওয়াত করেন।

রাবী বলেন, তার ফেরার পথে তার সাথে আমার সাক্ষাত হলে আমি তাকে জিজ্ঞাসা করি: আলী (রাযিঃ) কুফাতে (জুমআর নামাযে) যে সূরাদ্বয় পাঠ করেছেন, আপনিও দেখি তাই পাঠ করলেন! উত্তরে আবু হুরায়রা (রাযিঃ) বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জুমআর নামাযে এই সূরাদ্বয় তিলাওয়াত করতে শুনেছি।
باب مَا يُقْرَأُ بِهِ فِي الْجُمُعَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ، قَالَ صَلَّى بِنَا أَبُو هُرَيْرَةَ يَوْمَ الْجُمُعَةِ فَقَرَأَ بِسُورَةِ الْجُمُعَةِ وَفِي الرَّكْعَةِ الآخِرَةِ ( إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ ) قَالَ فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ فَقُلْتُ لَهُ إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيٌّ - رضى الله عنه - يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ . قَالَ أَبُو هُرَيْرَةَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ .

হাদীসের ব্যাখ্যা:

মুক্তাদী কর্তৃক ইমামের জুমআর নামাযের কিরাত শ্রবণ করা থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. জুমআর নামাযে সশব্দে কুরআন পাঠ করেছেন। এ আমলের ব্যতিক্রম তিনি কখনো করেছেন মর্মে প্রমাণ পাওয়া যায়নি। অতএব, জুমআর নামাযে ইমামের জন্য উচ্চস্বরে কুরআন পড়া জরুরী।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে আবু দাউদ - হাদীস নং ১১২৪ | মুসলিম বাংলা