কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১২৫
আন্তর্জাতিক নং: ১১২৫
২৪৮. জুমআর নামাযের কিরা’আত সম্পর্কে।
১১২৫. মুসাদ্দদ (রাহঃ) ..... সামুরা ইবনে জুনদুব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জুমার নামাযের প্রথম রাকআতে “সাব্বিহিছমা রাব্বিকাল আলা” এবং দ্বিতীয় রাকআতে “হাল আতাকা হাদীসুল গাশিয়াহ” তিলাওয়াত করতেন।
باب مَا يُقْرَأُ بِهِ فِي الْجُمُعَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ مَعْبَدِ بْنِ خَالِدٍ، عَنْ زَيْدِ بْنِ عُقْبَةَ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْجُمُعَةِ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَ ( هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ) .
